বাংলার প্রথম মাদ্রাসা: দারসবাড়ি মাদ্রাসা
ওমরপুর, শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ
ঠিক এভাবেই এটিকে চিহ্নিত করা হয়েছে। প্রাপ্ত শিলালিপি থেকে নির্মাণকাল জানা গেছে ১৫০৪ সাল। নির্মাতা আলাউদ্দিন হোসেন শাহ। ছোট সোনা মসজিদও তাঁর কীর্তি। আলাউদ্দিন হোসেন শাহর সময়কে ধর্মীয় সহিষ্ণুতা ও সমৃদ্ধির কারণে বাংলার স্বর্ণযুগ বলা হয়ে থাকে। তাঁর সময়ে শ্রীচৈতন্য বৈষ্ণব ধর্ম প্রচার করেন। হোসেন শাহ নির্দেশ দেন কোথাও যাতে ধর্মপ্রচারে তাঁদের বাঁধা দেয়া না হয়। তিনি সাহিত্যেরও পৃষ্ঠপোষক ছিলেন। সেকালে সাহিত্য চর্চা করতেন মূলত হিন্দু পন্ডিতেরা। মহাভারতের বঙ্গানুবাদ, মনসামঙ্গল, পান্ডববিজয় প্রভৃতি গ্রন্থের প্রারম্ভে হিন্দু পন্ডিতেরা কোথাও তাঁকে কলিযুগে কৃষ্ণের অবতার, কোথাও বা অর্জুনরূপে প্রশংসা করেছেন।
যাই হোক মূল প্রসঙ্গে আসি। যদিও আজ থেকে শতাধিক বছর আগে প্রখ্যাত আর্কিওলজিষ্ট কানিংহাম ফিল্ড ভিজিটে এসে এটিকে দারসবাড়ি বা কলেজ হিসেবে আখ্যা দিয়েছেন এবং তার উপর ভিত্তি করেই একে সবচে প্রাচীন মাদ্রাসা রূপে চিহ্নিত করা হয়েছে কিন্তু আমি যা দেখলাম স্থাপনাশৈলী আমাকে বৌদ্ধ বিহারগুলোর কথা মনে করিয়ে দিলো। কে জানে হয়তো কোন এক পরিত্যক্ত বিহারের উপরেই গড়ে উঠেছিলো হয়তো এই মাদ্রাসা! ইতিহাসের হারিয়ে যাওয়া বাঁকের খবর কজনই বা রেখেছে!
একটি ভিডিও লিংক দিলাম দারসবাড়ি মাদ্রাসার। দেখলে আইডিয়া পাবেন।
https://youtu.be/-I_7P1HG82I
ওমরপুর, শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ
ঠিক এভাবেই এটিকে চিহ্নিত করা হয়েছে। প্রাপ্ত শিলালিপি থেকে নির্মাণকাল জানা গেছে ১৫০৪ সাল। নির্মাতা আলাউদ্দিন হোসেন শাহ। ছোট সোনা মসজিদও তাঁর কীর্তি। আলাউদ্দিন হোসেন শাহর সময়কে ধর্মীয় সহিষ্ণুতা ও সমৃদ্ধির কারণে বাংলার স্বর্ণযুগ বলা হয়ে থাকে। তাঁর সময়ে শ্রীচৈতন্য বৈষ্ণব ধর্ম প্রচার করেন। হোসেন শাহ নির্দেশ দেন কোথাও যাতে ধর্মপ্রচারে তাঁদের বাঁধা দেয়া না হয়। তিনি সাহিত্যেরও পৃষ্ঠপোষক ছিলেন। সেকালে সাহিত্য চর্চা করতেন মূলত হিন্দু পন্ডিতেরা। মহাভারতের বঙ্গানুবাদ, মনসামঙ্গল, পান্ডববিজয় প্রভৃতি গ্রন্থের প্রারম্ভে হিন্দু পন্ডিতেরা কোথাও তাঁকে কলিযুগে কৃষ্ণের অবতার, কোথাও বা অর্জুনরূপে প্রশংসা করেছেন।
যাই হোক মূল প্রসঙ্গে আসি। যদিও আজ থেকে শতাধিক বছর আগে প্রখ্যাত আর্কিওলজিষ্ট কানিংহাম ফিল্ড ভিজিটে এসে এটিকে দারসবাড়ি বা কলেজ হিসেবে আখ্যা দিয়েছেন এবং তার উপর ভিত্তি করেই একে সবচে প্রাচীন মাদ্রাসা রূপে চিহ্নিত করা হয়েছে কিন্তু আমি যা দেখলাম স্থাপনাশৈলী আমাকে বৌদ্ধ বিহারগুলোর কথা মনে করিয়ে দিলো। কে জানে হয়তো কোন এক পরিত্যক্ত বিহারের উপরেই গড়ে উঠেছিলো হয়তো এই মাদ্রাসা! ইতিহাসের হারিয়ে যাওয়া বাঁকের খবর কজনই বা রেখেছে!
একটি ভিডিও লিংক দিলাম দারসবাড়ি মাদ্রাসার। দেখলে আইডিয়া পাবেন।
https://youtu.be/-I_7P1HG82I
No comments:
Post a Comment