30 Mar 2021

বান্দরবানের গোপন আতংক অপূর্ব প্রাণী ঢোল, বন কুকুর, রামকুত্তা বা রাংকুর


 ঢোল, বনকুকুর বা রামকুত্তা 


রামকুত্তা সামাজিক প্রাণী। গোত্রের মত বড় বড় দলে এরা বসবাস করে। শিকার ধরার সময় এসব দল আবার ছোট ছোট দলে বিভক্ত হয়ে যায়।  মধ্যম আকারের তৃণভোজী প্রাণী এদের প্রধান খাদ্য। অত্যন্ত সাহসী রামকুত্তা দলবদ্ধভাবে বন্য শুকর, বুনো মহিষ বা বাঘের মত বড় বড় প্রাণীদেরও আক্রমণ করতে ভয় পায় না। বহু সময় ধরে এরা শিকারকে তাড়া করে আর শিকার একসময় ক্লান্ত হয়ে গেলে দলবদ্ধভাবে ঘিরে ফেলে এবং শিকারের পেট চিরে মৃত্যু নিশ্চিত করে। শিকার করা প্রাণী এদের ছানাদের আগে খেতে দেয়, পরে নিজেরা খায়। বেশিরভাগ ক্ষেত্রে মানুষকে এড়িয়ে চললেও কিছুক্ষেত্রে মানুষকে আক্রমণ ও হত্যার রেকর্ডও আছে। (তিন্দুতে মাছ ধরতে যাওয়া দলের তাবু আক্রমণ করেছিলো একবার।) 

No comments:

Post a Comment